1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গা আলমডাঙ্গার স্টেশন পাড়ার মাদক সম্রাট রুখসানা ওরেফে রুনাকে মাদকসহ গ্রেফতার ধলেশ্বরী নদীতে সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাং এর ১৬ জন আটক উখিয়ায় নৌবাহিনীর অভিযানে ক্রিস্টাল ম্যাথ মাদক ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক মোংলায় সহকারি অ্যাটর্ণি জেনারেল-মোহাম্মাদ মনিরুজ্জামান ফুলবাড়িতে জাতীয় নাগরিক পার্টি (NCP) কার্যালয় উদ্বোধন ডাঃ আব্দুল আহাদ তেরখাদায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ ঘন্টাব্যাপী সংঘর্ষ, লুটপাট ভাঙ্গচুর, ৭/৮জন আহত, আটক-৩ খুলনার দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত। সাংবাদিক মোশারফ হোসেনের মামা শাহজাহানের ইন্তেকাল ফুলতলা ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দিঘলিয়ায় ১০ দলীয় ঈদ স্পেশাল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

খুলনা রুপসা ২ নং শ্রীফলতলা ইউনিয়ন জামায়াত ইসলামী শাখার আয়োজনে ইফতার মাহফিল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৫ বার পঠিত

 

হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার

খুলনা জেলার রুপসা থানার ২ নং শ্রীফলতলা ইউনিয়ন জামায়াত ইসলামী শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ রমজান বাদ আসর রুপসার ইসলামিক পাঠাগার সমাজ কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির আহ্বান জানানো হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপসা উপজেলা জামায়াত ইসলামী আমির মাওলানা মোঃ লাবিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ হাবিবুল্লাহ ইমন, সহ-সেক্রেটারি মাওলানা মোঃ ইসমাইল হোসেন। সভাপতিত্ব করেন ২ নং শ্রীফলতলা ইউনিয়ন শাখার সভাপতি মোল্লা মোঃ সেলিম আজাদ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ২ নং ওয়ার্ড জামায়াত ইসলামী সভাপতি মোঃ হুমায়ুন কবির মল্লিক।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ২ নং শ্রীফলতলা ইউনিয়নের সভাপতি শেখ শাহ আলম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পেশাজীবী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

প্রধান অতিথি মাওলানা মোঃ লাবিবুল ইসলাম তার বক্তব্যে বলেন, “রমজান মাস কেবল উপবাস রাখার সময় নয়, এটি আমাদের আত্মসমীক্ষা এবং আধ্যাত্মিক উন্নতির পথ প্রদর্শক। এই মাস আমাদের দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এবং তাদের সাহায্য করার শিক্ষা দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে নিজেদের আত্মশুদ্ধি এবং নৈতিক উৎকর্ষ সাধনের সুযোগ দিয়েছেন। এটি একটি সময় যখন আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারি এবং সৎ পথ অনুসরণের অঙ্গীকার করতে পারি।

ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক ন্যায় এবং মানবতার সেবা। যখন সমাজে সবার মধ্যে সহযোগিতা, সহানুভূতি এবং মানবিক মূল্যবোধের বোধ তৈরি হবে, তখন সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই রমজান মাসে আমাদের শুধু নিজেদের আত্মিক উন্নতি ঘটানো নয়, আমাদের চারপাশের মানুষদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। প্রতিটি মুসলিমকে তার ব্যক্তিগত জীবনে ইসলামের শিক্ষা বাস্তবায়ন করতে হবে, যাতে সমাজে শান্তি, সমৃদ্ধি এবং মমত্ববোধ প্রতিষ্ঠিত হয়।”

বিশেষ অতিথি মাওলানা মোঃ হাবিবুল্লাহ ইমন বলেন, “রমজান আমাদের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের অন্যতম শিক্ষা।”

সভাপতি মোল্লা মোঃ সেলিম আজাদ বলেন, “ধর্মীয় শিক্ষার পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজ করাই ইসলামের অন্যতম শিক্ষা। আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে মানবতার সেবায় নিয়োজিত হই, তাহলে সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হবে।”

এমন একটি সময় আসছে, যখন বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার পথ আরও স্পষ্ট হয়ে উঠেছে। এ বক্তব্যের মাধ্যমে বক্তারা সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, যাতে দেশের উন্নতির লক্ষ্যে সকল ধরনের উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয়।

বক্তারা আরো বলেন, দোয়া ও ইফতার মাহফিল শুধুমাত্র ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি একটি সামাজিক বন্ধন দৃঢ় করার এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার গুরুত্বপূর্ণ মাধ্যম। সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং ইসলামের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত করার গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনা শেষে সকলের জন্য ইফতারের ব্যবস্থা করা হয় এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। বক্তারা সমাজের শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলকে ধর্মীয় মূল্যবোধ অনুযায়ী জীবন পরিচালনার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park