এস.এম.শামীম খুলনা ব্যুরো।
দিঘলিয়ায় যৌথ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র মোবাইল ফোন সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মুরাদ গাজী কে আটক করেছে যৌথ বাহিনী। দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায় ৭ই এপ্রিল রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌ বাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকা দিঘলিয়া উপজেলায় যৌথ অভিযান পরিচালনায় নির্মিতে লে: কমান্ডার রাকিবুল আলম ( ই), বিএন পি নং ( ৩৪৫১) এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতিতে যৌথ অভিযানে সেনহাটি ইউনিয়নের মোমিনপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মুরাদ গাজী কে আটক করা হয়।
এ সময় মুরাদ গাজীর বাড়ি তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা, ৫ পিস ইয়াবা, ৩ লিটার বাংলা মদ, ৬০০ গ্রাম যৌন উত্তেজনা ঔষধ ৩১ বোতলের, দেশীয় রামদা ২ টি মোবাইল ফোন ৬ টি, ও নগদ টাকা ২৮০৯৫/- উদ্ধার করে। এবং রাত সাড়ে ৩ টায় আসামী মুরাদ গাজী কে দিঘলিয়া থানায় হস্তান্তর করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।।